ফাইল শেয়ার এর জন্য জনপ্রিয় মাধ্যম হলো টরেন্ট। একবার যে টরেন্টের স্বাদ পাবে সে সব জায়গাতে টরেন্ট লিংক-ই খুজবে। যাইহোক, টরেন্ট টা আসলে কী? টরেন্ট একটি বিশাল প্লার্টফর্ম! ডাউনলোড হাব বলতে পারেন এটাকে। যেকোন দেশের যেকোন মুভি বা ড্রামা বা গেইম বা সফটওয়্যার মিউজিক ভিডিও সহ যেকোন ফাইল ডাউনলোড করার বিশ্বস্ত পদ্ধতি হচ্ছে টরেন্ট। এমন কোন কিছু নেই যা টরেন্ট থেকে ডাউনলোড করা যায়না।